পর্ব-১
অনলাইনে আয় করা যায় এটি হয়তো সকলেই জানে। কিন্তু আপনাদের ভেতর অনেকেই এটা জানা নেই যে কি কি উপায়ে অনলাইনে আয় করা সম্ভব। আজকের এই পোস্ট এ আমি অনলাইনে নিশ্চিত আয় করতে কিছু নির্ভরযোগ্য উপায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আপনাদের জানাব যে, কিভাবে আপনিও অনলাইন থেকে আয় করতে পারবেন।
আপনাদের কিছু বিষয় জানা দরকার। আপনি অনলাইনে আয় এটা কোন আলাদীনের চেরাগ নয়, যে আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন। আপনি ঘুম থেকে উঠলেন আর কোটিপতি হয়ে গেলেন। বন্ধুরা এমনটা শুধু লটারির ক্ষেত্রে হতে পারে। আপনি যে কোনো আয়ের কথাই বলুন না কেনো পরিশ্রমই তার মূল। আপনি যতো বেশি শ্রম করবেন ততো বেশি আয় করতে পারবেন। তাই সবচেয়ে প্রথমে মাথা থেকে এই কথা ঝেড়ে ফেলুন যে আজ আপনি অনলাইনে আয় করতে শুরু করলেন আর ১০ দিনের ভেতর লক্ষ্য লক্ষ্য টাকা চলে আসলো। হাঁ, একদিন এমন আসবে যে আপনি অনলাইন থেকে লক্ষ্য লক্ষ্য টাকা উপার্জন করতে পারবেন। কিন্তু তার জন্য প্রয়োজন প্রচুর পরিশ্রম, ফ্রেস আইডিয়া, সময় এবং দক্ষতা।
তাই এক কথায় বলতে গেলে বলবো যে, আপনি যদি পরিশ্রম করতে পারেন, অনেক সময় দিতে পারেন এবং ধর্য ধারন করতে পারেন তবেই অনলাইনে আয় করার কথা চিন্তা করবেন। তা না হলে শুধু আপনার সময় নষ্ট হবে।
অনলাইনে আয়ের কয়েকটি উপায়
- ইউটিউব থেকে অর্থ উপার্জন।
- ওয়েবসাইট বা ব্লগ থেকে অর্থ উপার্জন।
- অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অর্থ উপার্জন।
- Fiverr.Com বা অন্যান্য ফ্রিলান্সিং মার্কেটপ্লেস থেকে অর্থ উপার্জন।
- ক্যাপচা পূরণের কাজ
- ইন্টারনেট সার্ভে করে আয়
- আর্টিকেল লিখে আয় করুন
- লিঙ্ক সর্ট করে অর্থ উপার্জন।
তাই আগে আপনি যেটি ভালোভাবে করতে পারবেন সেদিকে লক্ষ্য করে কাজ নির্ধারণ করুন। প্রয়োজনে টেক ট্রেইনি থেকে বিভিন্ন টিউটোরিয়াল ও পোষ্ট দেখে নিতে পারেন।
বিসতারিত ........আগামী পর্বে
No comments:
Post a Comment