![]() |
affiliate marketing-https://bdtechshantipur.blogspot.com |
সোশ্যাল ট্রিক্স একটি ওয়েবসাইট যেটা একটা ভায়া হিসেবে কাজ করে কাজদাতা এবং কাজ গ্রহীতার মধ্যে। অর্থাৎ এখানে একজন ক্লায়েন্ট বা বায়ার এবং অন্যজন ওয়ার্কার। আপনি এখানে যেমন অন্যদের ফেসবুক ফ্যান পেজে লাইক করে পয়েন্ট পেতে পারেন তেমনি আপনার ফ্যান পেজের জন্যও লাইক কালেক্ট করতে পারেন পয়েন্ট অন্যকে দিয়ে। এক্ষেত্রে দাতা এবং গ্রহীতা উভয়েই লাভবান হওয়ার সুযোগ রয়েছে। সোশ্যাল ট্রিক্স এজন্য আপনার কাছ থেকে কোনো চার্জ বা ফি নেবে না। আপনি শিউর থাকেন কোনো হিডেন ফি-ও নেই এক্ষেত্রে।
সোশ্যাল ট্রিক্স ফ্রি সাইন আপ।
সাইন আপ করা খুবই সহজ। নাম, ইমেইল, পাসওয়ার্ড ইত্যাদি কয়েকটি নরমাল তথ্য দিয়ে সাইন আপ করতে হয়। সাইন আপ করার পর আপনার ইমেইলটি চেক করুন; যে ইমেইল দিয়ে সাইন আপ করেছিলেন। যদি কোনো কারণ আপনার ইমেইলের ইনবক্সে মেইলটি না পান তাহলে জাঙ্ক বা স্প্যাম ফোল্ডার চেক করুন। ঐ মেইলটিতে একটি একটিভিশন লিংক আছে। ঐ লিংক-এ ক্লিক করে আপনার একাউন্ট একটিভ করতে হবে। অন্যথায় কাজ শুরু করতে পারবেন না। সুতরাং লিংক-এ ক্লিক করে একাউন্ট একটিভ করা জরুরি।
সাইন আপ করা খুবই সহজ। নাম, ইমেইল, পাসওয়ার্ড ইত্যাদি কয়েকটি নরমাল তথ্য দিয়ে সাইন আপ করতে হয়। সাইন আপ করার পর আপনার ইমেইলটি চেক করুন; যে ইমেইল দিয়ে সাইন আপ করেছিলেন। যদি কোনো কারণ আপনার ইমেইলের ইনবক্সে মেইলটি না পান তাহলে জাঙ্ক বা স্প্যাম ফোল্ডার চেক করুন। ঐ মেইলটিতে একটি একটিভিশন লিংক আছে। ঐ লিংক-এ ক্লিক করে আপনার একাউন্ট একটিভ করতে হবে। অন্যথায় কাজ শুরু করতে পারবেন না। সুতরাং লিংক-এ ক্লিক করে একাউন্ট একটিভ করা জরুরি।
কাজ করুন ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কে
সাইন আপ কমপ্লিট! এখন সাইটে লগিন করুন। লগিন করার পর আপনি এরকম দেখতে পাবেন:-
উপরের ছবিটার মতো আপনার এডমিন প্যানেল হবে। লগিন করার অবস্থায় আপনাকে সব কাজ করতে হবে। কীভাবে? ধরুন আপনি ফেসবুক লাইকের কাজ করবেন। দেখুন বাম দিকে “Earn Coins” একটা ট্যাব আছে। এটার নিচে লেখা আছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের নাম। আপনি“Face book”-এ ক্লিক করুন। একটা ড্রপ-ডাউন অপশন ওপেন হবে। এখান থেকে “Facebook Likes” বাটনে ক্লিক করুন। নিচের চিত্রের মতোএকটা পেজ আসবে:-
এবার আপনার ফেসবুক প্রোফাইলে লগিন করুন। তারপর সোশ্যাল ট্রিক্স সাইটে দেখুন অনেক ফেসবুক পেজ-এর লিংক বাটন আকারে আছে।প্রতিটা বাটনে “Like” বাটনে ক্লিক করলে একটা পপ-আপ ওপেন হবে। পপ-আপ ট্যাবে ঐ ফেসবুক পেজটা দেখাবে। ঐ পেজে লাইক করুন এবং পপ-আপ উইন্ডোটা ক্লোজ করে দিন। তাহলে ঐ পেজের জন্য যত কয়েন লেখা ছিল সেটা আপনার সোশ্যাল ট্রিক্স একাউন্টে জমা হবে। এভাবে এক এক করে সবগুলো ফেসবুক পেজ লাইক করুন। ঠিক একইভাবে অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কের জন্যও কাজ করতে পারবেন।
বর্তমানে এই ওয়েবসাইট থেকে আপনি ৩ রকমভাবে টাকা ইনকাম করতে পারবেন: ১. পয়েন্টস সিস্টেম, ২. ডেইলি বোনাস এবং ৩. রেফারেল বা এফিলিয়েট মাধ্যমে। নিচে সংক্ষেপে বিষয়গুলো বর্ণনা করে ইনকামের একটা ধারণা দেয়া হলো:-
১. পয়েন্টস সিস্টেম: পয়েন্টস সিস্টেমটা উপরে বর্ণনা করেছি। আপনি অন্যদের ফেসবুক পেজ লাইক করে, প্রোফাইল ফলো করে কিংবা টুইটার ফলো করে, ইউটিউব ভিডিও দেখে বা সাবস্ক্রাইব করে অথবা অন্যদের ওয়েবসাইট ভিজিট করে পয়েন্ট আর্ন করতে পারেন। এবং এই পয়েন্টসগুলো কনভার্ট করে ডলারে রূপান্তর করতে পারেন; যা আপনি সহজেই ক্যাশ করতে পারেন নির্দিষ্ট পেমেন্ট মেথডের মাধ্যমে।
২. ডেইলি বোনাস: চমৎকার আরেকটি সিস্টেম। আপনি যদি ফেসবুক পেজ বা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক-এর কমপক্ষে ৫০টি লাইক বা ফলোয়ারবা ভিজিট-এর জন্য ক্লিক করেন তাহলে দৈনিক ১০০ পয়েন্টস পর্যন্ত বোনাস পেতে পারেন।
৩. রেফারেল বা এফিলিয়েট মাধ্যম: এটা আপনার জন্য একটা আশির্বাদ বলা যেতে পারে। এখনো সোশ্যাল ট্রিক্স ওয়েবসাইটটি আপনার বন্ধু-বান্ধব বা পরিচিতজনদের মাঝে পরিচিতি পায়নি। তাই আপনি তাদেরকে রেফার করুন। আপনার রেফারে যদি কেউ সাইন আপ করে তাহলে আপনি পাবেন ৫০ পয়েন্টস। এবং তিনি যত কাজ করবেন তার ১০% ইনকাম আপনি আজীবন পাবেন। শুধুমাত্র রেফারেল করেও আপনি সোশ্যাল ট্রিক্স থেকে অনেক টাকা ইনকাম করতে পারেন।
————————————————————–সোশ্যাল ট্রিক্স ২৫০০ পয়েন্টস সমান ১ ডলার হিসেব করে।
এছাড়াও সোশ্যাল ট্রিক্সে আপনি সবই পাচ্ছেন বিনামূল্যে। কিন্তু আপনি ইচ্ছে করলে ভিআইপি মেম্বার হতে পারেন। তখন আপনার ইনকাম আরও বাড়বে। অবশ্য ভিআইপি মেম্বার হতে হলে আপনাকে পে করতে হবে।
কীভাবে পেমেন্ট পাবেন?
বর্তমানে সোশ্যাল ট্রিক্স শুধুমাত্র পেযা (পূর্বের এলার্ট পে) পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে থাকে। তবে খুব শিগগিরই অন্যান্য পেমেন্টগেটওয়ে এড করা হবে। এমনকি বিক্যাশ পেমেন্ট মেথড এড করারও সম্ভাবনা রয়েছে। তাহলে আপনার ইনকামের টাকা আপনি বিক্যাশেও সরাসরি নিতে পারবেন।
পেযা একাউন্টে নেয়ার জন্য। অর্থাৎ আপনার সোশ্যাল ট্রিক্স একাউন্টে যত ব্যালেন্স আছে তা উইথড্র করতে এই ট্যাবটি ইউজ করবেন।
ব্যালেন্স উইথড্র করার ২টি শর্ত আছে:-
১. আপনার সোশ্যাল ট্রিক্স একাউন্টের বয়স কমপক্ষে ৩০ দিন হতে হবে। এবং
২. একাউন্টের ব্যালেন্স কমপক্ষে ৫ ডলার হতে হবে।
১. আপনার সোশ্যাল ট্রিক্স একাউন্টের বয়স কমপক্ষে ৩০ দিন হতে হবে। এবং
২. একাউন্টের ব্যালেন্স কমপক্ষে ৫ ডলার হতে হবে।
খেয়াল করুন! শুধুমাত্র প্রথমবারের জন্য ৩০ দিন। পরবর্তীতে যখনেই আপনার একাউন্টের ব্যালেন্স ৫ ডলার বা তার বেশি হবে আপনি সাথে সাথেই পেমেন্ট পেতে পারেন। মাস শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। কিচ্ছু না। সম্ভবত এতোবড় সুযোগ আর কোনো আর্নিং সাইট আপনাকে দেবে না। সুতরাং এটাও আপনার জন্য একটা বড় প্রাপ্তি বলা যেতে পারে। যখনই ইনকাম তখনই টাকা। নো লেট, নো হাংকি পাংকি!
বন্ধুগণ! আজকে এই পর্যন্তই। লেখায় ভুল-ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরও যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয়; নিচে মন্তব্যের ঘরেলিখুন। আমি চেষ্টা করবো আপনার জানার আগ্রহকে, সমস্যাকে সমাধান করতে।
ভালো থাকুন। আল্লাহ হাফেজ
No comments:
Post a Comment