Tech News

Monday, 11 June 2018

এফিলিয়েট মার্কেটিং কি ? এবং কেন?




এফিলিয়েট মার্কেটিং ইন্টারনেট মার্কেটিং এর একটি জনপ্রিয় শাখা। সহজ ভাষায় এফিলিটে মার্কেটিং হল অন্যের কোন প্রডাক্ট বিক্রয় করতে সাহায্য করা।
যেমন আপনি বিক্রেতাকে কোন ক্রেতা খুজে দিলেন বিনিময় বিক্রেতা আপনাকে কিছু কমিশন দিল।এই পুরো পদ্ধতিটাকেই এফিলিয়েট বলে। পুরো পুথিবীর প্রায় 75% এরও বেশী ইকমার্স সাইটে এফিলিয়েশন চালু আছে।এখন আপনার এসব মার্কেট প্লেস থেকে আপনার পছন্দের প্রডাক্ট বেছে নিতে হবে।এই কমিশনের হার পন্য ভেদে ভিন্ন হয়ে থাকে।
এফিলিয়েট মার্কেটিং করতে যে সকল বিষয় জানা  জরুরী:
• 
অ্যাফিলিয়েট মার্কেটিং কিকেন এবং কিভাবে কাজ করে?
• এফিলিয়েটের জন্য উপযুক্ত মার্কেটপ্লেস নির্বাচন।
• 
অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য নিশ তৈরী করা
• 
এফিলিয়েট মার্কেটপ্লেস সম্পর্কে বিস্তারিত ধারনা নেয়। (Amazon, aliexpress, Warrior Plus, Click Sure, ইত্যাদি)
• 
অ্যাফিলিয়েটের জন্য কিভাবে আবেদন করবেন।
• 
যে সকল বিষয় খেয়াল রাখে আবেদন করতে হবে।
• 
অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে যে সকল বিষয় জানা দরকার।
• 
অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ক্যাম্পেইন তৈরী।
• অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ইমেইল ক্যাম্পেইন।
• 
ট্রাফিক ম্যাথড ফ্রি।
• 
ট্রাফিক ম্যাথড পেইড।
• 
পেমেন্ট সিস্টেম।
আর এগুলো শিখতে হবে?

নিন্মোক্ত জিনিসগুলো জানা থাকলে আপনি খুব সহজেই অ্যাফিলিয়েট মার্কেটিং এ কাজ করতে পারেন। একবার মিলিয়ে নিনতো আপনার নিচের জিনিসগুলো আছে কিনাযদি জানা না থাকে কিভিণ্ন youtube ও blog থেকে tutorial দেখে শিখে নিন। নতুবা আমার দ্বিতীয় পোস্ট এর জন্য অপেক্ষা করুন।
বিস্তারিত চলবে :.......!

No comments:

Post a Comment

Click Here To Join ITNiche