Tech News

Thursday, 23 August 2018

Youtube ভিডিও এর জন্য সফল কিভাবে কীওয়ার্ড রিসার্চ


কোন কিছুর SEO করার কথা আসলেই প্রথমে যে  কথা আসে তা হল কীওয়ার্ড। কীওয়ার্ড রিসার্চ ছাড়া একটি ওয়েবসাইট বা একটি ভিডিও SEO করা সম্ভব নয়। আবার কীওয়ার্ড রিসার্চ যদি ভুল হয় তাহলে SEO এর সকল চেষ্টা ও অর্থ এবং সময় বৃথা যেতে পারে।

বর্তমান সময়ে ভিডিও মার্কেটিং একটি অন্যতম জনপ্রিয় মার্কেটিং পদ্ধতি। যারা এখনো ভিডিও মার্কেটিং শুরু করেননি তাদের শুরু করা উচিত। এই ভিডিও মার্কেটিং এর সফলতা  জন্য প্রথমত আপনাকে ইউটিউব  ভিডিও র‍্যাঙ্ক করাতে হবে। আর র‍্যাঙ্ক না হলে ভিজিটর পাওয়া সম্ভব না।প্রথমে ইউটিউব থেকে প্রচুর পরিমান ভিজিটর তৈরি করতে হবে।

কিভাবে ভিডিও এর জন্য কীওয়ার্ড রিসার্চ করতে হয়  
1- ইউটিউব কী ও কেন?
ইউটিউবকে ২য় সার্চ ইঞ্জিন বলা হয় কারণ আমরা বিভিন্ন বিষয় যেমনঃ শিক্ষামূলকবিনোদনরিভিউ ইত্যাদি ভিডিও দেখতে ইউটিউব সার্চ করি। এর জন্য আমাদের সার্চ অপশনটি ব্যবহার করতে হয়। ইউটিউবের এই সার্চ অপশনটি হলো ভিডিও কীওয়ার্ড রিসার্চের জন্য সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ন টুল। আপনি যখন এখানে কোন একটি কীওয়ার্ড লিখবেন তখন আরো কিছু সাজেশন দেখতে পারবেন। যেমন আপনি যদি SEO লিখেন তাহলে Affiliate Tutorial, Affiliate Training, Affiliate tips ইত্যাদি সাজেশন আসবে। এই word গুলোই হচ্ছে আপনার কীওয়ার্ড। এগুলো টার্গেটেড কীওয়ার্ড। এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনার কাঙ্ক্ষিত কীওয়ার্ডটি এবং ব্যবহার করতে পারেন টাইটেলডেসক্রিপশন এবং ট্যাগে।
আপনি যখন কোন একটি সার্চ word দ্বারা সার্চ করবেন তখন তার সার্চ রেজাল্ট কি পরিমান তার দিকে লক্ষ্য রাখবেন। যদি দেখেন অনেক বেশি তাহলে আপনার প্রচুর প্রতিযোগীতা করতে হবে। সেক্ষেত্রে আপনার সার্চ word এর সাথে আরো কিছু ওয়ার্ড যুক্ত করে তার পর সার্চ করেন। যেমনঃ আপনি যদি Amazon Affiliate লিখে সার্চ করেন তাহলে মিলিয়ন সার্চ রেজাল্ট দেখাবে। আবারamazon affiliate marketing লিখে সার্চ করেন তাহলে আপনার প্রতিযোগী কমে আসবে। আবার যদিAmazon affiliate marketing bangle l লিখে সার্চ করেন তাহলে অনেক কমে আসবে। এভাবে আপনার প্রতিযোগীতা কমিয়ে আপনার কীওয়ার্ড সিলেক্ট করতে পারেন। বিশেষ করে আপনার চ্যানেল যদি নতুন হয় তাহলে আপনাকে প্রতিযোগীতা কম এমন কীওয়ার্ড সিলেক্ট করতে হবে।তবে সার্চ রেজাল্ট যেন 5000 থেকে 10000 এর মধ্যে হয়। যারা অ্যাডসেন্স এর জন্য কাজ করবেন তারা ১০০০০ ভিউ দ্রুত করার জন্য প্রথম ভিডিও গুলো এভাবে টার্গেট করতে পারেন।

2- ব্যবহার করুন কীওয়ার্ড প্লানার :
কীওয়ার্ড রিসার্চের জন্য বিখ্যাত টুল হচ্ছে গুগল এর কীওয়ার্ড প্লানার। এখানে আপনি কীওয়ার্ডের প্রতিযোগিতা এবং সার্চ ভলিউমও দেখতে পারবেন। যা আপনাকে কীওয়ার্ড সিলেক্ট করার জন্য সহযোগিতা করবে। ইউটিউব থেকে কীওয়ার্ড গুলো সিলেক্ট করে এই টুলের মাধ্যমে সার্চ ভলিউম দেখে কীওয়ার্ড সিলেক্ট করুন।
এবার youtube এ শুরু করুন আপনার ভিডিও মার্কেটিং.....
গড়ে তুলুন আপনার ক্যারিয়ার...................

No comments:

Post a Comment

Click Here To Join ITNiche